ঢাকা, ০৩ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২
good-food
৩৮৯

সাগরে লঘুচাপ: ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৮ ১৯ সেপ্টেম্বর ২০২২  

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরসহ আশপাশের এলাকায়  লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে ক্রমান্বয়ে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এজন্য ঢাকাসহ সারাদেশে আগামী তিনদিন টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

 

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর